ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিম পুনরায় নিবন্ধনের নির্দেশনা জানিয়েছে। তাই এখন সহজেই মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। এনড্রয়েড ফোন ব্যবহারকারীরা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করে সেখানে ইংরেজিতে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ এবং পূর্ণ নাম লিখে সহজেই মোবাইল সিমটি নিবন্ধন করে নিতে পারবেন।
sourch;http://www.techtunes.com.bd/android-apps/tune-id/393865
1 comments for "এবার আপনার যেকোনো সীম রেজিশ্ট্রেশন করুন আপনি নিজেই ঘরে বসে একটি এপের মাধ্যমে।"
খুব দারুন একটি টিউন । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।